হাজীগঞ্জে মাদকসেবনের দায়ে দু’জনের কারাদন্ড

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ (চাঁদপুর) :

চাঁদপুর জেলার হাজীগঞ্জে মাদকসেবনের দায়ে দু’মাদকসেবীকে এক মাসের জেল সাজা দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শেখ মুরশিদুল ইসলাম।

সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হচ্ছে নাটেহরা তপদার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে মো. লিটন (৪০) ও রান্ধুনীমুড়া ১০নং ওয়ার্ডে সোলেমান বেপারী বাড়ির মো. জামাল মিয়ার ছেলে মো. নাসির (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপর ২টায় হাজীগঞ্জ থানার ওসি তদন্ত মো. মিজানুর রহমান পাটোয়ারী ও বাজার সমিতির সভাপতি মো.আহছান হাবীব অরুণ অন্য এক কাজে বাজার বিশ্বরোড বিএনপি কার্যালয়ে পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পায় কিছু লোক বসে মাদক সেবন করছে। তখন হাতেনাতে দু’জনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ফোর্স এসে মাদকসেবীদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিলে মোবাইল কোর্ট বসিয়ে দু’মাস সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্টেট শেখ মুর্শিদুল ইসলাম।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহআলম বিষয়টি নিশ্চিত করেন।

আপডেট :   বাংলাদেশ সময় : ১২:৩৭ পূর্বাহ্ন, ২ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ১৬ জুলাই ২০১৫

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share