হাজীগঞ্জে মদিনা টাইলস্ এন্ড স্যানেটারীর উদ্বোধন

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মদিনা টাইলস্ এন্ড স্যানেটারীর উদ্বোধন করা হয়েছে। পবিত্র কোরআন মাজিদ খতম ও দোয়া-মাহফিলের মধ্য দিয়ে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে সবুজ সংঘ ভবনে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সাব-রেজিস্ট্রার মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. নুরুল্লাহ।

এর আগে দোয়া-মাহফিল পরিচালনা করেন, মসজিদের মুয়াজ্জিন মো. তাওহিদুল ইসলাম এবং পবিত্র কোরআন মাজিদ খতম করেন বেশ কয়েক হাফেজ। দোয়া-মাহফিল শেষে ফিতা ও কেক কেটে মদিনা টাইলস্ এন্ড স্যানেটারীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ডিবিএল সিরামিকের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়োজিদ বাশার।

মদিনা টাইলস্ এন্ড স্যানেটারীর চেয়ারম্যান মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিবিএল সিরামিকের হেড অব সেলস্ মোহাম্মদ আমান আবরার, ডিরেক্টর শহীদুজ্জামান রাজ, হেড অব মার্কেটিং মোহাম্মদ মকবুল হোসেন ও এজিএম সেলস দিদারুল আলম খানসহ অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ বাজার টাইলস্ এন্ড স্যানেটারী ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ প্রধানীয়া সুমন ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়াজী, হাজীগঞ্জ সবুজ সংঘের সাধারণ সম্পাদক গাজী মো. জসিম উদ্দিন, সদস্য মামুন রশিদ স্বপন।

মদিনা টাইলস্ এন্ড স্যানেটারীর ম্যানেজিং অব ডিরেক্টর মো. মাসুদ আলমের উপস্থাপনায় এ সময় মো. সেলিম, ব্যবসায়ী সাইফুল ইসলাম হীরা, সজল দেবনাথ, কিরন, শরীফ হোসেন, শাহপরান, সাইফুল ইসলাম’সহ হাজীগঞ্জ বাজার টাইলস্ এন্ড স্যানেটারী ব্যবসায়ী সমিতি ও সবুজ সংঘের অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক, বাজারের ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিবিএল সিরামিকের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মদিনা টাইলস এন্ড স্যানেটারী। এখানে ডিবিএল সিরামিকের টাইলস্’সহ সকল প্রকার টাইলস্ ও স্যানেটারী মালামাল পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করা হয়।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
১৪ জানুয়ারি ২০২৬