চাঁদপুর হাজীগঞ্জে ষষ্ঠ তলা বিশিষ্ট মা অহিদা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ২৯ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৯টায় ভবনটির পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আহত ব্যক্তির নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। ভবনের তেমন কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
করেসপন্ডেট,৩০ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur