অসহায় এবং গরীব শীতার্তদের মাঝে ব্যাংক এশিয়া লিমিটেড হাজীগঞ্জ শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে প্রতি বছরের ন্যায় এবারও হাজীগঞ্জ চিল্ড্রেন একাডেমী প্রাঙ্গনে অসহায়, গরীব, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রাখা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিল্ড্রেন একাডেমীর গভির্নিং বডির সভাপতি দেলোয়ার হোসেন খোকন ও বিশেষ অতিথি রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম মানিক। ব্যাংক এশিয়া হাজীগঞ্জ শাখা প্রধান সঞ্জয় দাসের পরিচালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, উক্ত ব্যাংকের শাখা প্রধান মোজাম্মেল হক উজ্জ্বল, ক্রেডিট ইনচার্জ মো. নুরুল আমিন সরকার, জেনারেল ব্যাংকিং ইনচার্জ মো. আব্দুল করিম, ক্যাশ ইনচার্জ তানিয়া সুলতানা, কর্মকর্তা আলী হায়দার খান, মো. আবু মুসা ও আনোয়ার হোসেন।
এ সময় হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবাসয়ীবৃন্দসহ হাজীগঞ্জের কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার কর্মরত সাংবাদিক বৃন্দ।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১৪ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur