চাঁদপুর হাজীগঞ্জে ৭নং বড়কুল ইউনিয়নের গোবিন্দপুর বেল্ট ছিঁড়ে বৈদ্যুতিক পিলার থেকে ছিটকে পড়ে রাকিব হোসেন (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব পঞ্চগড় জেলার জরদল বাজারের খলাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত শ্রমিক।
জানা গেছে, রাকিব এক ঠিকাদারের মাধ্যমে পল্লী বিদ্যুতের কাজে নিয়োজিত ছিল। ওইসময় খুঁটি থেকে ছিটকে পড়ে যায়। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুতের জিএম কেফায়েত উল্লাহ বলেন, কাজের সময় পল্লী বিদ্যুতের সংযোগ বন্ধ ছিল। তখন রাকিব খুঁটিতে উঠে বেল্ট ছিঁড়ে পড়ে যায়। তিনি ঠিকাদারের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানান, রাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
স্টাফ করেসপন্ডেট,২৯ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur