চাঁদপুরের হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজারে স্পিড ব্রেকারের নিমার্নের দাবিতে শিক্ষার্থী ও জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯ থেকে বেলা ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন আন্দোলন কারীরা। তাদের দাবি সড়কটি সংস্কারের পর যানবাহনের গতি বেড়ে গেছে এবং কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ইতিপূর্বে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কার্যালয়ে একাধিক বার লিখত আবেদন করেও কোন সুরাহা না পেয়ে এমন কর্মসৃচি পালনে বাধ্য হয়েছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন থেমে থেমে চলমান থাকবে।
এদিকে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানযট সৃষ্টি হয়। দূরদূরান্তের যাত্রী ও বিভিন্ন কাঁচা মাল এবং ট্রান্সর্পোটের মালামাল ক্ষতির মুখে পড়তে দেখা যায়।
হাজীগঞ্জ থেকে রামগঞ্জ উপজেলার সংযোগ সড়কের পার্শ্বে বেলচোঁ বাজার ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন গ্রাম থেকে শিক্ষার্থীরা সড়কটি অতিক্রম করে বিদ্যালয়ে আসতে হয়। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অনাকাঙ্খিত সড়ক দূর্ঘটনা থেকে বাঁচার আকুতি জানিয়ে বিদ্যালয়ের সামনে সড়কের উপর স্পিড ব্রেকার নিমার্নের দাবী জানান। সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা তাদের নিজের হাতের লেখা নানা রং বেংরঙ্গের ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কে অবস্থান করে তাদের দাবির কথা জানান।
অবরোধকারী শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের সামনে কোন স্পিড বেকার বা গতি প্রতিরোধক সাইনবোর্ড নির্মাণ বা স্থাপন না করায় ইতোপূর্বে বেলচোঁ বাজারে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক শিক্ষার্থী ও স্থানীয়বাসিন্দারা নিহত ও আহত হয়েছেন। আমরা বিষয়টি লিখিত ভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করলেও কোন প্রদক্ষেপ নেয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে সড়কে নেমেছি।
উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন বেলচোঁ উচ্চ বিদ্যালয়, বেলচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলচোঁ কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল কাউসার একাডেমি, মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের বাহিরেও বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতি, ব্যাংক ও এনজিওর কর্মীরা।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলেন, বিষয়টি জানার পর আন্দোলন কারীদের সাথে কথা বলে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur