উপজেলা সংবাদ

হাজীগঞ্জে বিষপানে ১জনের মৃত্যু

 ১৮আগস্ট ২০১৫, রবিবার, ০৬ : ৩২ পিএ

চাঁদপুর টাইমস, হাজীগঞ্জ:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম রাজাগাঁও গ্রামে বিষপানে মো. রফিকুল ইসলাম খান (৪০) নামে ব্যাক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পশ্চিম রাজারগাঁও গ্রামের ইসমাইল খানের ছেলে।
নিহতের ভাতিজা জাকির খান জানায়, পারিবারিক কলহের কারণে সকলের অজান্তে তার চাচা রফিকুল ইসলাম ঘরে থাকা কীটনাশক পান করে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. আনেয়ার চাঁদপুর টাইমসকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর টাইমস- এমএ/ডিএইচ/2015।

Share