চাঁদপুরের হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে নুরুন নাহার (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে হাজিগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের কৈয়ারপুল গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নুরুন নাহার ওই বাড়ির মৃত আবুল বাসারের স্ত্রী। তিনি ৩ পুত্রসন্তানের জননী।
নিহতের ভাতিজি পারভিন আক্তার বলেন, দুপুরে চাচির ডাকচিৎকারে বাড়ির সবাই দৌড়ে তার ঘরে যাই। নিজের ঘরে রাখা বস্তায় হাত দিতেই হাতের আঙুলে কামড় দেয় বিষধর সাপ। পরে তার হাত বেঁধে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. গোলাম মাওলা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না। তাই রোগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসাপতালে রেফার্ড করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ জানান, সাপের কামড়ে গৃহবধূ নুরুন নাহারের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
স্টাফ করেসপন্ডেট, ২৯ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur