চাঁদপুরের হাজীগঞ্জে বিলে দেশীয় প্রজাতির মাছ ধরার যেন ধুম পড়েছে। গ্রামের নারী পুরুষের পাশাপাশি তাদের পরিবারের ছেলে মেয়েরা ঝুঁইজাল, ছালইন, হেলনি দিয়ে নেমে পড়ে পানিতে। তাদের মধ্যে যার হাতে বড় মাছ ধরা পড়ে তখন যেন সবার দৃষ্টি আর চিৎকার শুরু হয়ে যায়। গত কয়েকদিন যেন গ্রামের মানুষ মাছ উৎসবে মেতে উঠেছে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া এলাকার বিল থেকে ছবিটি তোলা।
ছবি ও প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur