হাজীগঞ্জে বিভিন্ন যানবাহনকে প্রায় দেড়লাখ টাকা জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে প্রায় দুই শতাধিক যানবাহন চেকপোস্ট করে মোট  ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান হিসাবে পরিচালনা করে যৌথবাহিনী।

শনিবার (২ আগষ্ট) হাজীগঞ্জ রামগঞ্জ আঞ্চলিক সড়কের বিশ্বরোড চৌরাস্তায় এলাকায় কয়েক ঘন্টার চলমান অভিযানে ১৭৫ টি গাড়ি চেক করে  ১১ টি মোটর সাইকেল জব্দ, ৮ টি মামলা মিলিয়ে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

উক্ত অভিযানে অংশ নেন হাজীগঞ্জ সেনা ক্যাম্প, হাজীগঞ্জ ট্রাফিক পুলিশ ও হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর এ অভিযান চলমান থাকবে।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/২ আগস্ট ২০২৫