হাজীগঞ্জ

হাজীগঞ্জে বিকেলে ফরম কিনে রাতে মারা গেলেন দুবারের কাউন্সিলর

চাঁদপুর হাজীগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে বিকেলে মনোনয়ন ফরম কিনে রাতেই মারা গেলেন দু’বারের নির্বাচিত কাউন্সিলর আবু বকর সিদ্দিক। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের দুই মেয়াদে কাউন্সিলর ছিলেন।

রোববার বিকালে তৃতীয়বার কাউন্সিলর প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ভাই আবুল ফারাহ। এদিকে ওইদিন রাত ৮টার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানায়, ছিদ্দিক গত দু’মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে জটিল অপারেশনও করা হয়। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ভারতের চেন্নাই নিয়ে আরও উন্নত চিকিৎসা করা হয়।

গত ১৩ ডিসেম্বর সেখান থেকে তাকে ঢাকায় আনা হয়। ১৬ ডিসেম্বর তিনি হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড মকিমাবাদ নিজ বাড়িতে আসেন। এদিন বিকালে আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বাড়ির গণ্যমান্য ব্যক্তিসহ সবার সঙ্গে মতবিনিময় করে তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। পরে আবার অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

২১ ডিসেম্বর সোমবার বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জানাযার নামাজের পূর্বে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী প্রমূখ।

জানাযার নামাজে অংশগ্রহণ করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, মো. মনির চৌধুরী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, স্বেচ্ছাসেবক দলের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাকন যুগ্ম সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মিজি, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা গোলাম মোস্তফা, সাবেক ভাইস চেয়ারম্যান হাসিনা আকতার, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবু রায়হান সোহেল, সাবেক সদস্য সচিব জিসান আহমেদ সিদ্দিকী, যুবদল নেতা বাবু সর্দার প্রমূখ।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বাদ জোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু বকর ছিদ্দিকের জানাযা অনুষ্ঠিত হয়। ছবি-সাপ্তাহিক হাজীগঞ্জ।

মরহুম আবু বকর ছিদ্দিকের দ্বিতীয় জানাযা সর্দার বাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। দ্বিতীয় জানাযা শেষে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, বিএনপি নেতা মনির খাঁন, যুবদল নেতা ইকবাল সর্দার প্রমূখ।

এর পূর্বে সোমবার সকালে মরহুম আবু বকর ছিদ্দিকের মৃতদেহ হাজীগঞ্জ পৌরসভায় নেয়া হয়। সেখানে পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

স্টাফ করেসপন্ডেট,২২ ডিসেম্বর ২০২০

Share