চাঁদপুরে হাজীগঞ্জে বিআরটিসি এসি বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় চালকসহ ৫ জন আহত হয়েছ।
৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮ টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রামগঞ্জ থেকে যাত্রীবাহী বিআরটিসি বাসটি হাজীগঞ্জের উদ্দেশ্যে এবং ক্লেমন কোম্পানির কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে উদ্ধার কাজে দেখা গেছে।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৬ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur