Home / শীর্ষ সংবাদ / হাজীগঞ্জে ব্রিজের ক্ষতি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
বাল্কহেডের

হাজীগঞ্জে ব্রিজের ক্ষতি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ-রায়পুর সড়কে ডাকাতিয়া নদীর ওপর নির্মিত ব্রিজে বালু ব্যবসায়ীদের বাল্কহেডের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার ১৪ জুলাই দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আকতার ট্রেডার্স, তাহের ট্রেডার্স ও এমদাদ মজুমদার ট্রেডার্স।

ইউএনও মো.রাশেদুল ইসলাম বলেন,‘ডাকাতিয়া নদীর ওপর নির্মিত ব্রিজের নিচে ও দু পাড়ের তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

পাশাপাশি আগামি ৩০ জুলাইয়ের মধ্যে তাদের বালু মহাল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সেখানে আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জাহেদুল আজহার আলম বেপারী,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সী,কাউন্সিলর সাদেকুজ্জামান সাদেক,উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উপ-পরিচালক রমিজ উদ্দিনসহ বালুমহালের বিভিন্ন ব্যবসায়ীরা।

উল্লেখ্য,সম্প্রতি হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজটিতে বাল্কহেড আঘাত করতে করতে সেতুর পিলার ভেঙে রড বের হয়ে যায়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তারা দ্রুত ব্যবস্থা নেন।

স্টাফ করেসপন্ডেট, ১৪ জুলাই ২০২২