হাজীগঞ্জে বালু ব্যবসায়ীদের ৩১ সদস্য কমিটি ঘোষণা

চাঁদপুরের বাণিজ্যিক এলাকা হিসাবে পরিচিত হাজীগঞ্জ ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড় বালু ব্যবসায়ীদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকল বালু ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সুপার ৫ কমিটির নাম প্রকাশ করা হয়।

এরা হলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আবু তাহের কোম্পানিকে সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন দুলালকে সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কাউছার আহাম্মাদ রিপন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে ব্যারিস্টার ফরহাদ হোসেনকে। পর্যাক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির পূণাঙ্গ নাম ঘোষনা করা হবে।

এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু তাহের কোম্পানি বলেন, ইতিপূর্বেও আমি কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। আসাকরি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক ও ক্রেতা সাধারনের সেবা কাজে উক্ত কমিটি কাজ করে যাবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
৯ অক্টোবর ২০২৫