চাঁদপুরের হাজীগঞ্জে বালুর স্তপে পুতে রাখা আরমান (১৫) নামের এক মিশুক চালকের লাশ উদ্ধার করছে পুলিশ। সোমবার বিকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নে দোয়ালিয়া গ্রামে রাস্তার পাশে বালুর স্তুপের নিচে এ লাশে সন্ধান পায় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে রাস্তার পাশে বালুর স্তুপে নিচে আরমান হোসেনের মৃতদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী হাজীগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স।

আরমান হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদত গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। গত 8 দিন আগে মিশুক সহ সে নিখোঁজ হয়। নিখোঁজের আট দিন পর তার লাশ বালিতে পুঁতে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বালুর নিচে কে বা কারা এই যুবকের লাশটি পুঁতে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকদিন আগে এই লাশ টি পুতে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এর আগে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেছে তাঁর পরিবার।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৬ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur