Home / শীর্ষ সংবাদ / হাজীগঞ্জে বালুবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩
বালুবাহী

হাজীগঞ্জে বালুবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্বা নারী ও তার প্রবাসী স্বামীসহ ৩জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন।

মঙ্গলবার (১১ জুন) দুপর ২টার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলার গোগরা নামক স্থানে চাঁদপুর থেকে কুমিল্লাগামী বালুবাহী ট্রাক (কুমিল্লা-ঠ-১১- ০৩২৭) ও  সিএনজি চালিত স্কুটার (চাঁদপুর-ঠ ১১-৬৭০৪) মুখোমূখি সংঘর্ষে ঘটনাস্থলে গোগরা গ্রামের রফিক হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু গুরুতর আহত হাজীগঞ্জের ফুলছোয়া গ্রামের ওমান প্রবাসি মোজাম্মেল (৩৮) ও তার স্ত্রী পিংকি (৩০) মৃত্যু ঘোষণা করেন।

এ  ঘটনায় আহতরা হলো নিহত সবুজ হাওলাদারের শ্যালক গোগরা গ্রামের ফরিদ ও একই গ্রামের আকতার হোসেন।

ভয়াবহ দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ ও হাজীগঞ্জ ফায়ারসার্ভিস।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাকটি আটক করেছি। সড়ক যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি। আহতদের হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি।

স্টাফ করেসপন্ডেট,১১ জুন ২০২৪