Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিটির প্রথম বৈঠক সম্পন্ন  
জাতীয়

হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিটির প্রথম বৈঠক সম্পন্ন  

চাদঁপুরের হাজীগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির নবগঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

১০ মে বুধবার রাতে হাজীগঞ্জ পশ্চিম বাজার গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপস্থিতি পরিচিতি সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়সাল ইবনে আশরাফ। 

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক রাসেল ও সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলামের যৌথ পরিচালনা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার সমিতির হাজীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শরিফ মজুমদার, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম জয়, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মিয়া, সম্মানিত সদস্য মোজাম্মেল হক শাহীন, মোঃ মনির হোসেন, শামসুর নাহার শেলী, রেহেনা আক্তার প্রমুখ।

এসময় নতুন সদস্য খোরশেদ আলম, মো. রবিন, সোহেল আহমেদ, সজিব আল মাহমুদ, শাহপরান সুমন, আরিফ হোসেন উপস্থিত ছিলেন। 

চাঁদপুর জেলা কমিটির সভাপতি এড. জাহাঙ্গীর আলম ফরাজীর নির্দেশনায় গত ৩ মে বুধবার  হাজীগঞ্জ উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির ৩১ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা গঠনের লক্ষ্যে নতুন কিছু সদস্য অন্তর্ভুক্ত করা হয় এবং উপজেলার বারটি ইউনিয়ন থেকে আরো কয়েকজনকে অন্তভূক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক, ১০ মে ২০২৩