চাঁদপুর হাজীগঞ্জ উপজেলায় বসতঘর নির্মাণে বাধা দেয়ার ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর বাদী পক্ষ ভয়-ভীতি ও আতংকে ছেড়েছেন গ্রাম। এখন ভোক্তভুগী পরিবার হাজীগঞ্জ বাজারের বাসা ভাড়া নিয়ে দিন কাটছেন।
ঘটনার শিকার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের বেপারী বাড়ির ইকবাল হোসেনের (৩৫) পরিবার।
মঙ্গলবার দুপুরে ভোক্তভুগী পরিবারের পক্ষে ইকবাল হোসেন বলেন, আমাদের সম্পাত্তির উপর বসতঘর নির্মাণ করছি। কিন্তু আমার চাচা জয়নাল আবেদিন ও চাচাতো ভাই ফরাহাদ একাধিক বাব নির্মাণ কাজের সামগ্রী ভেঙ্গে তছনছ করে দেয়। শনিবার আমাদের উপর হামলাও করে। ওইসময় আমিসহ রাজমিস্ত্রি হানিফ (৩২) আহত হয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।
ইকবাল বলেন, বসতঘর নির্মাণ কাজ বন্ধ রেখেছি। ওই সম্পত্তি পৈত্রিকসূত্রে মালিক আমরা। সম্পত্তি বিরোধ নিয়ে নিরাপত্তায় ভুগছি। জীবন বাঁচাতে বাড়ী ছেড়ে হাজীগঞ্জ বাজারে বাসা ভাড়া নিয়েছি।
জানা গেছে, একই ঘটনাকে কেন্দ্র করে ইকবাল হোসেন বাদী হয়ে গত ২ ফেব্রুয়ারি ও ৭ মার্চ হাজীগঞ্জ থানায় দুইটি মামলা দায়ের করে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, ঘটনাস্থল পুলিশের ফোর্স পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্পেশাল করেসপন্ডেট,১০ মার্চ ২০২০