Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে বর্ধিত সভায় হট্রোগলের মধ্যে ১০ জনের নাম প্রস্তাব
বর্ধিত

হাজীগঞ্জে বর্ধিত সভায় হট্রোগলের মধ্যে ১০ জনের নাম প্রস্তাব

হাজীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নৌকার প্রতীকের প্রার্থীদের যাছাই-বাছাই কার্যক্রমের লক্ষে বর্ধিত সভা চলমান রয়েছে।

২৭ অক্টোবর উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

রামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার শুরুতে হট্রোগল সৃষ্টি হয়। এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন সবাইকে চুপ থাকার পরেও শান্তিপূর্ণ পরিবেশ ফিরে না আসায় প্রার্থীদের হাত তোলার আহবান জানান।

এ সময় আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী হাত তোলেন। এরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন মিকন, সাধারন সম্পাদক আনিছুর রহমান মজুমদার, আবুল কালাম মজুমদার, এস এম মানিক, আনোয়ার হোসেন, মাঈনুদ্দিন মিজি, সাখোয়াত হোসেন, জসিম উদ্দিন ও মুক্তা বেগম।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমদ খসরু, জেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক হাজী মো. জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম , সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি প্রমূখ।

উক্ত বর্ধিত সভায় প্রার্থীদের নাম ঘোষণা না করার প্রতিবাদে বলাখাল বাজারে এসে কয়েকজন প্রার্থীর কর্মী সমর্থকরা প্রায় ১ ঘন্টা ধরে চাঁদপুর কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ অবরোধকারী নেতাদের সাথে কথা বলে অবরোধ তুলে নিলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৭ অক্টোবর ২০২১