চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বজ্রপাতে শাহাবুদ্দিন প্রধানীয়া (২২) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাওকোরা গ্রামের পশ্চিমপাশের ফসলি মাঠে ইরি ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি।
গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলাম রাকিব খন্দকার বলেন, ‘আজ দুপুরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন শাহাবুদ্দিন। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আর কেউ আহত হননি।’
রাকিব খন্দকার আরও বলেন, ‘আজ দুপুর থেকে চাঁদপুরে দমকা হাওয়া ও কোথাও কোথাও ভারি বৃষ্টিাপাত শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ও স্কুল শিক্ষার্থীসহ কৃষকেরা দুর্ভোগে পড়ে।’
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাহাবুদ্দিনকে হাসপাতালে আনার আগেই মারা যান।’
এই সময়ে ঝড়–বৃষ্টিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
স্টাফ করেসপন্ডেট,১৭ এপ্রিল ২০২৫