চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় হাজীগঞ্জ পৌরসভা জয়ী হয়েছে।
১৯ মে বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাছান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিমউদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।
জাহিদ হাসানের উপস্থাপনায় বড়কূল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান , মজিবুর রহমান মজিব, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলসহ কয়েক শতাধিক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল খেলা ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নকে ট্রাইভাকারে ৩-৪ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে হাজীগঞ্জ পৌরসভা। পরবর্তীতে হাজীগঞ্জের বিজয়ী দল জেলা পর্যায়ে লড়বে সে পর্যন্ত সবাইকে সহযোগিতা ও পাশে থাকার আহবান জানান পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৯ মে ২০২২