চাঁদপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২
চাঁদপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ গোতম চৌধুরীসহ ২ ব্যবসায়ীকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার(১৯ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে এএসআই হানিফ চাঁদপুর পৌরসভার সামনে অভিযান চালায়। এ সময় মাদক সম্রাট গৌতম চৌধুরী ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে ৩০পিস ইয়াবাসহ আটক করা হয়।
একইদিনে ভোরে ব্যাংক কলোনি এলাকায় মডেল থানার এএসআই হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। মাদক বিক্রিকালে শাহাদাত হোসেন সাধনকে ৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
পুলিশ জানায়, তাহার বিরুদ্ধে ইতিপূর্বে ও মাদক মামলা রয়েছে। তারা এলাকায় ইয়াবার স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এর পূর্বে সে বেশ কয়েকবার আটক হয়ে জেল
হাজতে গিয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট
১৯ এপ্রিল,২০১৯