চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড হোটনি ছাত্রদলের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিরাট ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও এলাকার যুবসমাজের অংশগ্রহণে উক্ত বিরাট ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র উপদেষ্টা কমিটির সাবেক সম্মানিত সদস্য মো. দেলোয়ার হোসেন মাস্টার, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল হাছান বাবু প্রমুখ।
বিরাট ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মী সমর্থক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজ উপস্থিত ছিলেন। অতিথিরা বক্তব্যের মাঝে বলেন, আগামীর প্রজন্মকে মাদক ও ইভটিজিং মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। সৃজনশীল খেলা কে সবাই আগ্রহের শহীদ নিতে হবে। তাহলে সমাজে অপকর্ম ধীরে ধীরে কমে আসবে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
১৬ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur