হাজীগঞ্জে প্রেমিকের উত্যক্তে স্কুলছাত্রীর আত্মহত্যা

হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড পশ্চিম মকিমাবাদ এলাকার শাহিদা আক্তার মুক্তা (১৬) নামের স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৭ জুন) দুপুরে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।

স্কুলছাত্রীর মায়ের দাবি, ‘প্রেমিক মামুনের উত্যক্তের জেরে মুক্তা আত্মহত্যা করেছে।’

সে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তার বাবা প্রবাসী মিন্টু মিয়া। মকিমাবাদ এলাকায় তাদের নতুন বসতভিটা। গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলার ১০নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের পাঁচৈই।

স্কুলছাত্রীর মা জেসমিন বেগম চাঁদপুর টাইমসকে জানান, ‘সকালে মেয়ে ঘুমানোর কথা বলে কক্ষে যায়। পরে ঘরের পাখার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করে। আমাদের নিকটাত্মীয় মামুন নামের এক ছেলে প্রতিনিয়ত মেয়েকে উত্যক্ত করে আসছিলো। মেয়েকে কয়েক মাস পূর্বে প্রবাসী ছেলের সাথে মুঠোফোনে বিয়ে দিয়েছি। তারপরও আমার মেয়েকে মামুন উত্যক্ত করে। তার ফল আমার মেয়ের আত্মহত্যা। আমি মামুনের বিচার চাই।’

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন কামাল চাঁদপুর টাইমসকে জানান, ‘স্কুলছাত্রীর সুরতাহাল রিপোর্ট তৈরি করেছি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে। তা না হলে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট

: আপডেট, বাংলাদেশ সময় ০৬:০০ এএম, ১৮ জুন ২০১৬, শনিবার
ডিএইচ

Share