চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পঁচা বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে দুইটি হোটেল ও একটি বেকারীতে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজারে যৌথবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে চাঁদপুর জেলা শাখার সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পঁচাবাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে হাজীগঞ্জের প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, পঁচা বাসী খাবার সংরক্ষণ করার অপরাধে নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা ও ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মা মনি ব্রেড এন্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা সহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আব্দুল্লাহ আল ইমরান আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
এ সময় হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো: জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/৯ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur