উপজেলা সংবাদ

হাজীগঞ্জে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

চাঁদপুরের হাজীগঞ্জে ইউপি নির্বাচনে সকল প্রার্থীদের নিয়ে  সকালে হাজীগঞ্জ পিটি আই হল রুমে জেলা প্রশাসক আব্দুর সবুর মন্ডল মতবিনিময় সভা করেছেন।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা আতিউর রহমান ও পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন।

এ সময় জেলা প্রশাসক প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হলে প্রার্থীরা লিখিত অভিযোগ দিলে ওই কেন্দ্রে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হবে। বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠ নির্বাচন চায়। তাই আমরাও কোন প্রার্থীর পক্ষ নিয়ে গায়ে কাদা লাগাতে চাই না ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, আমরা চাই আপনারা শান্তিপূর্ন নিবাচন উপহার দিবেন। যদি কোন প্রার্থী দল বা নিজ বাহুবল প্রয়োগ করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্তিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকতা শেখ মুর্শিদুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম।

এর আগে অতিথিদের সামনে প্রার্থীরা নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, ২নং বাকিলা ইউনিয়নের ধানের শীষ প্রার্থী মিজানুর রহমান,৩নং কালচোঁ উওর ইউনিয়নে নৌকার প্রার্থী মানিক হোসেন প্রধানীয়া,৫নং সদর ইউনিয়নে ধানের শীষ প্রার্থী মামুনুর রহমান মজুমদার, ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের নৌকার প্রার্থী কবির হোসেন,৮নং হাটিলা ইউনিয়নে নৌকার প্রার্থী সোহরাব হোসেন মিজি ও সতন্ত্র প্রার্থী দুলাল মির্জা,৯নং গন্ধর্ব্যপুর ইওর ইউনিয়নে ধানের শীষের প্রার্থী আলী আকবর শেখ,১০নং গন্ধর্ব্যপুরে নৌকার প্রার্থী গিয়াসউদ্দিন বাচ্চু,ধানের শীষের বিল্লাল হোসেন এবং সতন্ত্র প্রার্থী দুলাল হোসেন।

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট [/author]

Share