হাজীগঞ্জে প্রাইভেটকার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ এলাকায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই আটোচালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো দুজন। নিহত এবং আহতরা সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। আজ সোমবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা সম্পর্কে বিল্লাল হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, বিপরীতমুখী দুটি গাড়ির গতি ছিল বেপরোয়া। ফলে প্রাইভেট কারের চালকের সামনের অংশে আঘাত হানলে সিএনজিচালিত অটোরিকশা এবং প্রাইভেট কারের অংশবিশেষ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় নিহত রুহুল আমিন (৪৫) সিএনজিচালিত অটোরিকশার চালক। তার বাড়ি শাহারাস্তি উপজেলার দোপল্লা গ্রামে।

আহতরা হচ্ছে হাজিগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফেরদৌস আক্তার (১৮) ও কানিজ ফাতেমা অনিকা (১৭)। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ফেরদৌস আক্তারকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. গোলাম মাওলা নাঈম জানান, ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত একজনকে ঢাকায় পাঠানো হয়।
অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, দুর্ঘটনার খবর শুনেই হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই জব্দ করেছে পুলিশ।

স্টাফ করেসপন্ডেট, ৩০ অক্টোবর ২০২৩

Share