হাজীগঞ্জে প্রশাসনের কর্মদক্ষতায় কমেছে নানা অপরাধ
চাঁদপুরের হাজীগঞ্জবাসী ধন্য তিন গুনিজন মানুষের জন্য। তারা হলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনে আল জায়েদ হোসেন। হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাবেদ হোসেন চৌধুরী। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনে আল জায়েদ হোসেন। তিনি যোগদান করেন ২৯ জানুয়ারি ২০২৫। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাবেদ হোসেন চৌধুরী। তিনি যোগদান করেন ৭ জুলাই ২০২৫। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক হাজীগঞ্জ থানায় যোগদান করেন ১৬ সেপ্টেম্বর ২০২৪।
চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ উপজেলায় ক্রমান্বয়ে একের পর এক হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনে আল জায়েদ হোসেন। হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাবেদ হোসেন চৌধুরী। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এর যোগদানের পর থেকে একের পর এক ঘুষ দুর্নীতি চাঁদাবাজ নির্মূলে কাজ করায় হাজীগঞ্জবাসীর মাথা উঁচু করে কথা বলতে পারে।
পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ছিল দুর্নীতি, উপজেলা ভূমি অফিসে ছিল দুর্নীতির আখড়া, থানায় ছিল দালাল ও বিভিন্ন অপকর্মের হোতাদের দৌরাত্ম। এই তিন স্থানে ছিল মানুষ হয়রানি করার মহা উৎসবের মহড়া। অথচ বর্তমানে এই তিন স্থানে তিনম মহরতিকে পেয়ে হাজীগঞ্জবাসী ধন্য মনে করছে। স্বাচ্ছন্দে কাজ হচ্ছে, মানুষ হচ্ছে না বিরম্বনার শিকার। যে কোন কাজ নিয়ে দ্বিধা সেরে আসছে। ঘুষ দুর্নীতি ও চাঁদাবাজির উঠতে রয়েছে হাজীগঞ্জবাসী।
ইসলামী জন কল্যান ফাউন্ডেশন হাজীগঞ্জ এর সদস্য মোহাম্মদ কামাল গাজী বলেন, বিগত স্বেরাচারী শাসনকালে কর্মকর্তাদের তুলনায় বহুকাল পর হাজীগঞ্জ বাসী অনিয়ম, দুর্ণীতি, মাদক, দখলবাজ, সন্ত্রাসী, টেন্ডারভাজদের আতঙ্ক হিসাবে কাজ করে যাচ্ছেন এ তিন কর্মকর্তা। হাজীগঞ্জ বাসীর আস্থার প্রতিপলন হিসাবে ইউএনও, এসিল্যান্ড, ওসির উদার মনোভাব সেবা গৃহীতারা এগিয়ে যাচ্ছে। তাদের মত যদি পুরো বাংলাদেশে সকল সরকারি অফিসে কর্মকর্তারা কাজ করে তাহলে অতিদ্রুত দেশ থেকে নানা অপরাধ নিমূল হবে বলে আমি বিশ্বাস করি।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আমি যোগদানের পর থেকে চেষ্টা করেছি আমার সকল পুলিশ যেন কোন ভাবেই সাধারণ সেবা গৃহীতাদের কাছ থেকে অবৈধ ঘুষ বাণিজ্য থেকে দূরে থাকা। তাছাড়া মাদক, ইভটিজিং, জুয়া, সন্ত্রাসী কার্যকলাপ রুখতে আমরা পুলিশ দিন রাত পুরো হাজীগঞ্জ উপজেলা কাজ করে যাচ্ছি। এজন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,
২৮ অক্টোবর ২০২৫