চাঁদপুরের হাজীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। বুধবার (২২ জুন) উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের পাঁচৈই গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বক্তব্যে জানা যায়, ‘পাঁচৈই গ্রামের নোয়া বাড়ির কুয়েত প্রবাসীর বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে (২২) তে একই গ্রামের ছন বাড়ির নূর মোহাম্মদের ছেলে মো. হাসান (২২) তাদের বাড়ির পাশের পাট ক্ষেতে নিয়ে ‘জোরপূর্বক ধর্ষণ’ করে। মেয়েটি ‘আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হাসান পালিয়ে যায়। লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। বিষয়টি পুরো গ্রামে জানা-জানি হয়ে যায়।
কিশোরীর মা চাঁদপুর টাইমসকে জানান, ‘মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পেরে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানিয়েছি। এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছি।’
বর্তমানে প্রতিবন্ধী যুবতী চাঁদপুর সরকারি হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।
কিশোরীর চাচা চাঁদপুর টাইমসকে বলেন, ‘যখন ঘটনাটি শুনতে পাই। তখনি ঢাকা থেকে এসেই হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করি। ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান মামলাটি তদন্ত করছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শাহজাহান চাঁদপুর টাইমসকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে সাক্ষী প্রমাণ সংগ্রহ করেছি। ঘটনার পর আসামি পলাতক রয়েছে। আসামিকে গ্রেপ্তার অভিযান চলছে।’
প্রতিবেদক- শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur