Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে প্রবাসী শরীফ এর উদ্যোগে দোয়া
প্রবাসী

হাজীগঞ্জে প্রবাসী শরীফ এর উদ্যোগে দোয়া

হাজীগঞ্জে সাবেক ছাত্রনেতা প্রবাসী গাজী শরীফ আহমেদ এর নিজস্ব উদ্যোগে বাংলাদেশের সাবেক তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সেন্দ্রা বাজারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ শাহরাস্তি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি. মমিনুল হক।

ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল জব্বারের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমান হোসেন।

এসময় ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজ মোল্লা, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ওয়ার্ড যুবদলের সভাপতি খোরশেদ আলম পিকে, সাধারণ সম্পাদক শামীম সর্দার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন দিনু, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন বেপারী, যুবদল নেতা আব্দুল গফুর, ওয়ার্ড সভাপতি মাসুম সর্দার, সাধারণ সম্পাদক তোহা আহমেদ, কৃষক দলের সভাপতি আবুল বাশার, শ্রমীক দলের সভাপতি সোলাইমান, সাধারণ সম্পাদক শরীফ মিজি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজক সাবেক ছাত্রনেতা প্রবাসী গাজী শরীফ আহমেদ বিএনপি তথা বিভিন্ন সামাজিক সংগঠনে পৃষ্ঠপোষক হিসাবে এলাকায় বেশ পরিচিত। আগামি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দেশে থেকে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে কাজ করে যাবেন। বেগম জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক/
১২ ডিসেম্বর ২০২৫