চাঁদপুর হাজীগঞ্জে প্রতিপক্ষের প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুত আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার টুঙ্গিরপাড় চৌধুরী বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে।
আহতরা হলেন উপজেলার টুঙ্গিরপাড় চৌধুরী বাড়ির মৃত. মোছলেহ উদ্দিন চৌধুরীর ছেলে মাও. মাহতাব উদ্দিন চৌধুরী (৫০), জহির উদ্দিন চৌধুরী (৪২) ও আব্দুল কাইয়ুম রাজা চৌধুরী (৩০)। বর্তমানে গুরুত্বর আহত জহির ও কাইয়ুম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের হাসপাতালে দেখতে ছুটে যান জেলা ছাত্রলীগের নেতা মোস্তফা ঢালীসহ অসংখ্য ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।
আহত জহির জানায়, একই বাড়ির তাজুল ইসলামের সাথে ৩৫ শতক জায়গা নিয়ে বিরোধের ঘটনায় ৩টি মামলা হয়। সবগুলো মামলায় আমরা রায় পাই। বুধবার সকালে বাড়িতে (মহিলাদের জন্য বেড়া দিয়ে পর্দা) দেওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে ও আদালতে মামলায় হেরে গিয়ে তাজুল ইসলামের ছেলে আ. জব্বার ও আরিফ সহ কয়েকজন মামলায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে বলে চাঁদা দাবি করে।
পরে তারা কাজে বাঁধা প্রদান করে ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা যায়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ] প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur