হাজীগঞ্জ

হাজীগঞ্জে পূজা কমিটির সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময়

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা শনিবার (০১ অক্টোবর) বিকালে থানার গোল চত্বরে অনুষ্ঠিত হয়।

আগামি ৬ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সার্বজনীন দুর্গা পূজা উদ্যাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বজায় রাখতে থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম এ মত বিনিময় সভার আয়োজন করেন।

এতে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম ও পরিচালনা করেন সেকেন্ড অফিসার আল-আমিন।

এ সময় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি আহসান হাবীব অরুন, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আশফাকুল আলম চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলী আশ্রাফ দুলাল, সার্বজনীন পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি বাবু রুহী দাশ বনিক, উপজেলা হিন্দু বৈদ্দ ঐক্য পরিষদের সভাপতি মিঠুন ভদ্র, পৌর প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি, হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান মীর, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান জলিলুর রহমান দুলাল মির্জা, পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর রিটন চন্দ্র সাহা প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তাদের আলোচনায় উঠে আসে উপজেলার ২৫টি পূজা মন্ডপের সামনে যেন সিসি কেমরা স্থাপন, স্বেচ্ছাসেবক কমিটি গঠন, তথ্য সেবা কেন্দ্র স্থাপন, নির্দিষ্ট সময়ের মধ্যে পূজার কর্মকান্ড শেষ করা, নামাজের সময় সাউন্ড সিস্টেম বন্ধ রাখা, থানা পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর জোরদারসহ নানা বিষয় গৃহীত হয়।

এ সময় উপজেলার ২৫টি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

: আপডেট, বাংলাদেশ সময় ০৭:৩০ পিএম, ০১ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ
Share