চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় বাড়ির মালিকদের প্রতি তাদের ভাড়াটিয়ার তথ্য দিতে, অবৈধ ট্রাক্টর ও নাম্বার বিহীন মোটর সাইকেল ও ২ জনের বেশী সড়কে চলাচল নিষিদ্ধসহ নানা বিষয়ে প্রচারণা চালিয়েছে থানা পুলিশ।
জরুরিভাবে গত সোমবার জেলা পুলিশ সুপার শামসুন্নাহার ও থানার অফিসার ইনচার্জ মো.শাহআলমের বরাত দিয়ে পৌর এলাকায় এ সংক্রান্ত বিষয় নিয়ে মাইকিং করা হয়।
প্রচারকালে আগামী ৫ দিনের মধ্যে নির্ধারিত ফরমের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য বাড়ির মালিকরা জমা দেওয়ার জন্য বলা হয়।
এছাড়াও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও অবৈধ ট্রাক্টর চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।
একই সাথে মোটরসাইকেলে এক সাথে তিনজন চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এছাড়া কেউ নিখোঁজ হলে দ্রুত থানা পুলিশকে অবহিত করার অনুরোধ করা হয়।
এভাবে মাইকিং করায় সাধারন মানুষের মাঝে ব্যাপক সচেতনতা লক্ষ করা যাচ্ছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম বলেন, ‘আমাদের পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক জনগণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে মাইকিং, ডিস লাইনে প্রচারসহ বিভিন্ন পত্র পত্রিকায় বিজ্ঞপ্তি চলমান থাকবে।’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
