চাঁদপুরের হাজীগঞ্জ থেকে আনুমানিক ৩৫/৪০ বছর বয়সি এক মৃগী রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ জুন বুধবার বিকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি গ্রামের খাসের বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত কয়েকদিন আগে অজ্ঞাত এক যুবককে উদ্দেশ্যহীনভাবে মাড়কি গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরাঘুরি করতে দেখা গেছে। এরপর বুধবার বিকাল তিনটার দিকে গ্রামের খাসের বাড়ির পুকুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, অজ্ঞাত ঐ যুবকের পরিচয় পাওয়া গেছে। সে ঢাকা ডেমরা নরাইভাগ এলাকার মো. কামাল হোসেনের ছেলে মো. সজিব হোসেন (৩৫)।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur