হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে সেলিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। উপজেলার উত্তর রায়চোঁ সর্দার বাড়ির পুকুর থেকে তার এ লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের বাপের বাড়ি ফরিদগঞ্জে বালিমুড়া গ্রামে। এ বিষয়ে বোন পারুল বেগম ও রেহানা বেগম বলেন,‘আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে। পাঁচ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ে পর থেকে আমার বোন অনেক নির্যাতন সহ্য করেছে। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে সন্তানও রয়েছে।’
নিহতের স্বামী হাসান সর্দার বলেন,‘রাত ১২টার পরে দু’জনেই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুমে থাকা অবস্থায় খবর পাই আমার স্ত্রী পুকুরে ভেসে রয়েছে। এটা কিভাবে হলো আমি জানি না। এটি হত্যা নয়। আমার সঙ্গে তার কোনো কলহ ছিল না।’
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক বলাই চন্দ্র জানান,‘ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি ‘ হত্যা ’ নাকি ‘আত্মহত্যা’।
তিনি আরও জানান, এ বিষয়ে গৃহবধূর বাবা আমিন মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলার প্রস্ততি নিয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো.জাবেদুল ইসলাম বলেন, ‘গৃহবধূর লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট হাতে আসলে আইনগত ব্যবস্থা নেব।’
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
:আপডেট,বাংলাদেশ সময় ৬:৫৫ পিএম,২৫ জুলাই ২০১৭,মঙ্গলবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur