চাঁদপুরের হাজীগঞ্জে বাড়ির পুকুরে পড়ে নুসরাত নামে (৩) বছরের শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর পাটোয়ারি বাড়ীর কামরুল পাটোয়ারির মেয়ে নুসরাত জাহান।
সোমবার দুপুরে খেলতে গিয়ে বাড়ীর পুকুরের পানিতে পড়ে ভেসে উঠলে গোসল করতে এসে কয়েকজন মিলে তার দেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরন করে।
হাসপাতালে দায়িত্বরত ডিউটি ডাক্তার শিশুটিকে দেখে মৃত ঘোষণা করলে স্বজনদের কান্না পড়তে দেখা যায়।
শিশুর বাবা কামরুল পাটোয়ারি বলেন, আমার ঘরের চাঁদ আর নেই, এ কথা ভাবতে কষ্ট হচ্ছে। সবার অজান্তে ঘর থেকে কিভাবে বের হয়ে পুকুরে এসে পড়বে তা আমাদের জানা ছিল না।
সিদলা গ্রামের ইউপি সদস্য শাহ আলম টিটু বলেন, শিশুটি আমার আত্মীয় লাগে, থানা থেকে শিশুর লাশ নিয়ে আমরা তার পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করেছি।
প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়, ২৭ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur