চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুর থেকে বাপ্পী নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে উপজেলার রান্ধুনীমুড়ায় পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাপ্পী একই গ্রামের মো. সেলিম মিয়ার বড় ছেলে।
স্থানীয় বাসিন্দা মিরাজ জানান, গত তিন দিন নিখোঁজ ছিল বাপ্পী। ২০ ফেব্রুয়ারি তার পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
সোমবার সাড়ে ১০টায় রান্ধুনীমুড়া ১১নং ওয়ার্ড সোলেমান বেপারিবাড়ির পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, সকালে বাপ্পীর মরদেহ রান্ধুনীমুড়া গ্রামের সলেমান বেপারিবাড়ির পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধার করা হয়েছে।
বার্তাকক্ষ, ২২ ফেব্রুয়ারি,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur