চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে সাথে মোটর সাইকেলে থাকা আরো দুইজন আহত হয়। রোববার (৪ মে) সকাল ৭টায় সড়কের সেন্দ্রা নামক স্থানে ঘটে।
এ ঘটনার প্রতিবাদে জনতা সড়কের মনতলা নামক স্থানে অন্তত ঘণ্টব্যাপি অবরোধ করে রাখে।
এতে ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের তরিকুল ইসলাম বরকন্দাজের ছেলে আবদুল বারেক (২২) ঘটনাস্থলে নিহত হয়।
আহতরা হলেন, একই গ্রামের আব্বাছ আলী ছেলে সাইফুল ইসলাম (২০) ও পার্শ্ববতী চালিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মনির হোসেন (২১) গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের মনতলা থেকে বারেক তার সহপাঠীদের নিয়ে মোটর সাইকেলে করে হাজীগঞ্জ বাজারে আসছিল। বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান স্বজরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বারেক নিহত হয়। অপর দু’আরোহীকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা থেকে পরে ঢাকা প্রেরণ করা হয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে নিহত ও আহতদের গ্রাম মনতলা বাজারে দীর্ঘ ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে জনতা।
পরে হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসলে সড়ক অবরোধ তুলে নেয় এবং পিকআপ ভ্যানের মালিক পক্ষের সাথে কথা হয়েছে বলে জানায়।
এ দিকে নিহত ও আহত পরিবারের মাঝে শোকের মাতন দেখা যায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে নিহত ব্যক্তির লাশ ফরিদগঞ্জ থানাকে হস্তান্তর করা হয়।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ১০: ০০ পিএম, ৪ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ