চাঁদপুর হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
১৫ অক্টোবর, বৃহস্পতিবার সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর পোদ্দার বাড়ীর মো. ইব্রাহীম মিয়ার দুই বছরের শিশু ইভা রাস্তার পাশে ডোবায় পড়ে মৃত্যু হয়।
এর আগের দিন বুধবার (১৪ অক্টোবর) বিকালে একই ইউনিয়নের রামপুর ভূঁইয়া বাড়ির আবদুল কাদেরের তিন বছরের ছেলে আবদুর রহমান পুকুরে পড়ে মৃত্যুবরণ করে।
স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন দুই শিশুর অপমৃত্যুর সংবাদ থানায় অবহিত করে পারিবারিক কবরস্থানে তাদের সমাধিত করার ব্যবস্থা গ্রহণ করেন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১৫ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur