হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাজীগঞ্জে পানিতে ডুবে মো. সাফি (২) নামে এক কোলের শিশুর করুন মৃত্যু হয়েছে। ১১ জুন শনিবার সকাল হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড মধ্য বলাখালে সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু সাফি বলাখাল সর্দার বাড়ির মো. শাহ্ পরান সর্দারের ছেলে। স্থানীয় লোকজন জানান, শনিবার সকালের দিকে বাড়ির উঠানে খেলা করছিল।

হঠাৎ তার মা শিশু সাফিকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখেন। তাকে পানি থেকে তুলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু সাফি মারা গেছে।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১১ জুন ২০২২

Share