হাজীগঞ্জে একই বাড়ির পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো-জেঠাতো ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।
২০ অক্টোবর,মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার রাজারগাঁও বেপারী বাড়ির নাছির উদ্দিনের ছেলে ফাহিম (৯) ও জসিম বেপারীর ছেলে নাজমূল (৮) খেলতে গিয়ে বাড়ির পুকুরের ডোবায় পড়ে এ করুণ মৃত্যু ঘটে। সম্পর্কে এরা চাচাতো জেঠাতো ভাই।
নাজমূলের বাবা জসিম বেপারী জানান,তারা দুইজন প্রায় সম-বয়সী। প্রতিদিন বাড়ীর আঙ্গীনায় খেলাধুলা করতো। সকালে সবার সামনে দুই জন খেলতে ছিল। কিন্তু কিভাবে পুকুরের পড়লো তা কে টের পায়নি। ফাহিম সাতার জানলেও আমার ছেলে সাতার জানে না।
আমাদের পরিবার দুই রতন হারালো। এদিকে নিহতদেও দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়ীতে শোকের মাতন চলতে দেখা যায়।
১নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আ. হাদী মিয়া ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং শোকাহত পরিবারকে শান্ত্বনা দেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,২০ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur