হাজীগঞ্জ

হাজীগঞ্জে পাইলটে ১১৪ বালিকায় ৭৬ এ’ প্লাস

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় জেএসসি পরীক্ষায় ৩৪টি কলেজে ৬৭০ জন জিপিএ-৫ পেয়েছে। ১১৪ জন এ+ পেয়ে উপজেলা শীর্ষে রয়েছে হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও ৭৬ জন এ+ পেয়ে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ও সমান তালে রয়েছে।

ফলাফল সূত্রে জানা যায়, এ বছর হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল কলেজ থেকে ৪ শত ২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ৪ শত ১৩ জন কৃতকার্য হয়, পাসের হার ৯৭.৪০%।

এ প্রতিষ্ঠান থেকে ১১৪জন জিপিএ-৫, এ ১৮৭জন, এ-৮৪ জন, বি ২৫ জন, সি ৩ জনকৃতকার্য হয়।

অপরদিকে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৮০জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৮ জন কৃতকার্য হয়। এতে জিপিএ-৫ পেয়েছেন ৭৬ জন, পাসের হার ৯৯.২৯%।

পিরোজপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ১৫৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৩০জন, পাসের হার ৯০.৩৪%।

রাজারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ২৪৭জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৬ জন কৃতকার্য হয়, ২৭ জন জিপিএ-৫, পাশের হার ৯৫.৫৫%।

বাকিলা উচ্চ বিদ্যালয় থেকে ২০৮জন পরীক্ষার্থীর মধ্যে ২০৫ জন কৃতকার্য হয়, ২০ জন জিপিএ-৫, পাশের হার ৯৮.৫৫%।

পালিশারা উচ্চ বিদ্যালয় থেকে ১২৯জন পরীক্ষার্থীর মধ্যে ১২৬ জন কৃতকার্য হয়, ১৩ জন জিপিএ-৫, পাশের হার ৯৭.৬৭%।

রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় থেকে ১৫৪জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৪ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ৮ জন, পাশের হার ১০০%।

রামচন্দ্রপুর ভূইয়া একাডেমী থেকে ১৮৮জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৬ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ২৩ জন, পাশের হার ৯৮.৯৪%।

ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় থেকে ১৫২জন পরীক্ষার্থীর মধ্যে১৪৯ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ৩৩ জন, পাশের হার ৯৮.৩%।

সুহিলপুর উচ্চ বিদ্যালয় থেকে ২১১জন পরীক্ষার্থীর মধ্যে ২০৬জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ১৪ জন, পাশের হার ৯৭.৬৩%।

সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭১জন পরীক্ষার্থীর মধ্যে ৭১ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা, ১১জন পাশের হার ১০০%।

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ২৯০জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৪ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ৩৫ জন, পাশের হার ৯৭.৩৯%।

বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪৬জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ১ জন, পাশের হার ৯৫.৬৫%।

নাসির কোট উচ্চ বিদ্যালয় থেকে ২১৮জন পরীক্ষার্থীর মধ্যে ২০৭ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ২৫জন, পাশের হার ৯৪.৯৫%।

বলাখাল জে,এন উচ্চ বিদ্যালয় থেকে ১৪৭জন পরীক্ষার্থীর মধ্যে ১৪২ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ১৫ জন, পাশের হার ৯৬.৫৯%।

বড়কুল উচ্চ বিদ্যালয় থেকে ৮৩জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ৫ জন, পাশের হার ৯৮.৭৯%।

রামপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩৫৬জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৪ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ৪৪ জন পাশের হার ৯১.১%।

বলাখাল চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৭৭জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৬ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ১৮ জন, পাশের হার ৯৯.৪৪%।

জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৮৯জন পরীক্ষার্থীর মধ্যে ১৭০ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ১৪ জন, পাশের হার ৮৯.৯৪%।

মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১১২জন পরীক্ষার্থীর মধ্যে ১০৩ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ২ জন, পাশের হার ৯১.৯৬%।

পীর বাদ্শা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪৭জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন কৃতকার্য হয়, পাশের হার ৯৭.৮৭%।

টংগীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ২০২জন পরীক্ষার্থীর মধ্যে ১৭২ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ১৪ জন, পাশের হার ৮৫.১৫%।

অলিপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯৮জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ১৪ জন, পাশের হার ৯৬%।

বেলচোঁ উচ্চ বিদ্যালয় থেকে ১৫৭জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৩ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ১৮ জন, পাশের হার ৯৮.৭১%।

প্যারাপুর উচ্চ বিদ্যালয় থেকে ১২০জন পরীক্ষার্থীর মধ্যে ১০৬ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ১৮ জন, পাশের হার ৮৮.৩৩%।

বলিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১২৭জন পরীক্ষার্থীর মধ্যে ১১৫ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ১৪ জন, পাশের হার ৯০.৯৫%।

বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় থেকে ৯৬জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ৯জন, পাশের হার ৯১.৬৭%।

দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয় থেকে ১২৩জন পরীক্ষার্থীর মধ্যে ১১৮ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ১৪ জন, পাশের হার ৯৫.৯৩%।

মালিগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ১০৫জন পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ৫ জন, পাশের হার ৯৫.২৩%।

শ্রীপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯৭জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ৩ জন, পাশের হার ৮৪.৫৪%।

মৈশাইদ পল্লী মঙ্গল এ, জি উচ্চ বিদ্যালয় থেকে ৫০জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ২জন, পাশের হার ৯২%।

আলকাউসার স্কুল থেকে ৭৫জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ১৮ জন, পাশের হার ১০০%।

আল বান্না জুনিয়র হাই স্কুল থেকে ২৯জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন কৃতকার্য হয়, জিপিএ-৫ এর সংখ্যা ৩ জন, পাশের হার ১০০%।

জহিরুল ইসলাম জয় ।। আপডটে, বাংলাদশে সময় ৩ : ৩৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
ডিএইচ

Share