চাঁদপুরের হাজীগঞ্জে পরকীয়া প্রেমিক দেবরের স্ত্রীকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে প্রেমিকা রুনা বেগম (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের পূর্ব কাজিরগাঁও গ্রামের বেপারী বাড়ি থেকে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর মামলার তদন্তকারী কর্মকর্তা
মঙ্গলবার (২৮ আগস্ট) বিকালে রুনা বেগমকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রুনা বেগম কাজিরগাঁও গ্রামের বেপারী বাড়ির মহসিন উদ্দিনের স্ত্রী। রুনার সাথে তার দেবর মহিন উদ্দিনের পরকীয়ার সম্পর্ক ছিল। পরকীয়ার সম্পর্কের জের ধরে গত বছরের ৩ নভেম্বর রুনা ও মহিন উদ্দিন মিলে মহিনের স্ত্রী মরিয়ম বেগমকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠে।
এ ঘটনায় মরিয়মের বাবা নেয়ামত উল্যাহ ছয় জনকে আসামী করে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
নিহত মরিয়মের পরিবার সূত্রে জানা গেছে, মরিয়মকে হত্যার মামলাটি প্রথমে থানা পুলিশ, পরে ডিবি ও সর্বশেষ পিবিআই তদন্ত করছে। থানা পুলিশ ও ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে মামলার বাদী আদালতে নারাজী প্রতিবেদন দেন। পরে আদালতের নির্দেশে পিবিআই মামলাটি পুনঃতদন্ত করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাঁদপুর পিবিআই এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম চাঁদপুর টাইমসকে জানান, ‘মরিয়মের মামলাটি বারবার আত্মহত্যার ঘটনা দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্ত মামলার তদন্তে এটি হত্যার ঘটনা বলে প্রমাণিত হয়েছে।’
তদন্ত কর্মকর্তা আরো জানান, মহিন উদ্দিন তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করত। গায়ের রং কালো বলে তাকে এড়িয়ে চলত। এ সুযোগে মহিন ভাবী রুনা বেগমের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায়। গত বছরের ৩ নভেম্বর রাতে মহিন ও রুনা মিলে শ্বাসরোধ করে মরিয়মকে হত্যা করে। সম্প্রতি কচুয়া থানার একটি চুরির মামলায় মহিন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হাজীগঞ্জ থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মহিন উদ্দিন বর্তমানে কারাগারে আছেন। আর রুনা বেগমকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur