চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নয়টি স্থানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার ৩ ফেব্রুয়ারি গভীর রাতে এ চুরির ঘটনাগুলো ঘটে। চোরচক্র নগদ দেড় লাখ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চুরির ঘটনাগুলো হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নদীরপাড়ে সর্দার বাড়ির ফারুকের দোকান, সর্দার বাড়ির সামনে ফারুক ফরাজীর দোকান,টেকের বাজারে আরিফ শিং ও আক্তার হোসেন সর্দারের দোকান, সাহেব বাড়ির খোকনের দোকান, তাজু মোল্লা ও হাসান মোল্লার দোকান এবং ডাকাতিয়া নদীর উত্তর পাড়ের মোরশেদের দোকানে ঘটে।
এছাড়া একই উপজেলার এনায়েতপুর গ্রামের রব মিয়ার একটি অটোরিক্সা চুরি হয়।
মোহাম্মদপুর গ্রামের টেকের বাজারের মুদি দোকারদার আকতার হোসেন জানান, আমার দোকানের তালা ভেঙ্গে নগদ ২ হাজার টাকা নিয়েছে কোনো মালামাল নেয়নি।
তাজু মোল্লা জানান,দোকানের তালা ভেঙ্গে ডুকে আমার জ্যাকেট নিয়ে যায় ওই পকেটে ৫ হাজার টাকা ছিল।
জানতে চাইলে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন রনি বলেন,‘চুরি ঘটনাগুলোর খবর পেয়েছি। তদন্ত কাজ চলছে।
প্রতিবেদক : মনিরুজ্জামান বাবলু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur