চাঁদপুরের হাজীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইদ্রিস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তার লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বজনরা।
১১ মে রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইদ্রিস ওই গ্রামের শহিদউল্লা বকাউলের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.অংশুমান পাল।
হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল রশিদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করতে হাসপাতালে গিয়ে স্বজনদের পাইনি। তবে লাশ উদ্ধার হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইদ্রিসকে স্বজনরা সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসে। এ সময় তাদেরকে ইদ্রিসের বিষয়ে জানতে চাইলে তারা জানায়- দুইপক্ষের মারামারিতে ইদ্রিস মারা গেছে। পরে হাজীগঞ্জ থানায় খবর দিলে স্বজনরা পালিয়ে যায়। এর মধ্যে তার ভাইও ছিল। কিন্তু কেউ তাদের পরিচয়ও দিতে রাজি হয়নি। হাসপাতালে দেয়া মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। আরও পড়ুন..হাজীগঞ্জে পুকুরে সেচ নিয়ে সংঘর্ষ : পিটিয়ে যুবক খুন
করেসপন্ডেট,১১ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur