Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মেহেদী হাছান রাব্বি আটক
নিষিদ্ধ

হাজীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মেহেদী হাছান রাব্বি আটক

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ হাজীগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি পলাতক অবস্থায় পুলিশের হাতে আটক হয়েছেন। ৬ মার্চ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা হাজারীবাগ থেকে হাজীগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল হান্নানের নেতৃত্বে চৌকস টিম বেলা ২ টার দিকে আটক করতে সক্ষম হয়েছে। বিকেলেই হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করেন।

জানাযায়, হাজীগঞ্জ গত বছরের ৫ আগস্ট আজাদ সরকার মার্ডার মামলা ও মাই ওয়ান সেলিমের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলার অন্যতম শীর্ষ আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা এ মেহেদী হাছান রাব্বি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই হাজীগঞ্জ মকিমাবাদ এলাকা থেকে গা ঢাকা দিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সক্রিয় থেকে নানান বিষয়ে পোস্ট দিয়ে আসতেন।

এদিকে বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ হাজীগঞ্জ বাজারে আলোচনা ছিল এ নেতার আটকের খবর। কেউ তার অতিত কর্মকান্ডের ঘটনা বিচার চেয়ে আসলেও আবার কেউ কেউ এ নেতার আটকে নিন্দা প্রকাশ করেন। তবে বিগত আওয়ামী লীগের সময়ে এ নেতা ছিল একটু উগ্র আচরনের নেতা, যে কারনে তার বিরুদ্ধে দলের শীর্ষ নেতারাও ক্ষিপ্ত ছিল। আবার ততকালীন আন্দোলনে বিরোধী দলের জন্য এক আতংকের নাম ছিল মেহেদী হাছান রাব্বি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, শুক্রবার এ আসামীর রিমান্ড দাবি করে হাজীগঞ্জ থানায় আনার সম্ভাবনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ৬ ডিসেম্বর ২০২৫