চাঁদপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।
শনিবার(১০ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নব-নির্বাচিত ৪ জন ম্যানেজিং কমিরি সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতিতে গোপন ভোট প্রয়োগ করা হয়। এতে বর্তমান সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদারকে ২/৫ ব্যবধানে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন নির্বাচিত হয়েছেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, শনিবার দুপুরে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিরি সভাপতি পদে দুই প্রার্থীর নাম আসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকের সহযোগিতায় গোপন ভোটের মাধ্যমে ৭ জনের মধ্যে ৫ ভোট পেয়ে গাজী মো. মাঈনুদ্দিন নির্বাচিত হয়েছেন। এ সময় উভয় প্রার্থী উপস্থিত ছিলেন বলে জানা যায়।
নব-নির্বাচিত সভাপতি গাজী মো. মাঈনুদ্দিন বলেন, ‘আমি উপজেলা আওয়ামীলীগের দুই বারের নির্বাচিত সাধারন সম্পাদক। তাই গনতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী ছিলাম বলে জয়ী হয়েছি। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকেসহ সকল অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের প্রতি কর্তৃজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি যেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে পারি।’
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur