চাঁদপুরের হাজীগঞ্জে তৃতীয় লিঙ্গ (হিজলা) পূর্ণিমার দল চাঁদপুরের মৌসুমির দলের হাতে বার বার লাঞ্ছিত। জীবনের নিরাপত্তা চেয়ে হিজলার সর্দার পূর্ণিমা থানায় লিখিত অভিযোগ করে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।
ঘটনার বিবরনে জানাযায়, গত ১৬ জানুয়ারী সোমবার হাজীগঞ্জ বাজারের বালুর মাঠে চাঁদপুরের হিজলার সর্দার মৌসুমি দলের শাপলা, রায়পুর বিজলী, রামগঞ্জ নিপুসহ ১৪/১৫ জন মিলে পূর্ণিমার দল মেগার উপর হামলা চালায়। তাদের এমন কর্মকান্ডের ঘটনা দেখে পাশ্ববর্তী লোকজন থানায় ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর আগে ও পরে কয়েকবার চাঁদপুর সদর এরিয়ার তৃতীয় লিঙ্গ হিজলার দল নেতা মৌসুমি হাজীগঞ্জের হিজলার সর্দার পূর্ণিমাকে ফোন করে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তার কথা মতো চাঁদা না পেয়ে মৌসুমি হাজীগঞ্জ এলাকার বিভিন্ন বাজারে প্রবেশ করে টাকা উত্তলণ করে।
ঘটনার দিন হাজীগঞ্জ বাজারে প্রবেশ করে পূর্ণিমার দলের মেগাসহ কয়েকজনকে মারধর করে। এ ঘটনায় হিজলার সর্দার পূর্ণিমা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মৌসুমিসহ হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে হাজীগঞ্জে হিজলার সর্দারনী পূর্ণিমা বলেন, এ হাজীগঞ্জে আমরা অত্যান্ত সুনামের সুহিত হিজলা সম্পাদয় বসবাস করে আসছি। চাঁদপুর সদরের হিজলা নেত্রী মৌসুমি জোরপূর্বক আমাদের এখানে প্রবেশ করতে চায়। ইতিপূর্বে কয়েকবার আমাদের উপর হামলা চালায়। মোবাইলের মাধ্যমে উঠে নিয়ে মেরে ফেলানোর হুমকি দিয়েছে। হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি। আমি ও দলের অন্যান্য সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
চাঁদপুর সদর এরিয়ার হিজলা নেত্রী মৌসুমি বলেন, আমি পুরো জেলা হিজলা সম্পাদয়ের নেত্রী। আমার কথার বাহিরে চলছে হাজীগঞ্জের পূর্ণিমা, যে কারনে এমন ঘটনা ঘটেছে। তবে আমাদের বিষয়টা আমরাই সমাধানের চেষ্টা করবো।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২০ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur