Home / শীর্ষ সংবাদ / হাজীগঞ্জে নিখোঁজের ৫ ঘন্টা পর পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
নিখোঁজের
প্রতীকী ছবি

হাজীগঞ্জে নিখোঁজের ৫ ঘন্টা পর পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের ৫ ঘন্টা পর পুকুরে পানি থেকে ২ শিশুর লাশ ভেসে ওঠেছে বলে জানা যায় । ২৭ জুন বৃহস্পতিবার বিকেল ৫ টার সময় উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সুহিলপুর হাওলাদার বাড়ীর মোহাম্মদ শাহ পরানের সাড়ে ৫ বছর বয়সি ছেলে ওমর ফারুক ও একই বাড়ীর মোহাম্মদ জুয়েলের ৫ বছর বয়সি ছেলে মানিক হোসেনের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন এ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেন।

এদিকে সুহিলপুর বাজারসহ আশপাশের এলাকায় নিখোঁজ দুই শিশু সন্তানকে খুজতে হৈইচৈই পড়ে যায়। পরে রাত ৯ টার দিকে বাড়ীর পুকুর থেকে লাশ উদ্ধার করার কথা শুনে পাশ্ববর্তী লোকজন এক নজর দেখতে ভিড় জমায়।

শিশু ওমর ফারুকের বাবা শাহ পরান বলেন, বিকেলে আমার ছেলের সাথে শিশু মানিক খেলতে দেখেছি। তার পর থেকে তাদের আর খুজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি শেষে দেখি বাড়ির পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, তাদের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনে কোন বাধা নেই।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৮ জুন ২০২৪