হাজীগঞ্জ প্রতিনিধি :
জেলার হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা ইউনিয়নের পাতানিশ গ্রামে সুমন হোসেন (২৮) নামের নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সুমন হোসেন ওই গ্রামের মজুমদার বাড়ির আবদুস সাত্তারের ছেলে।
এলাকাবাসী জানায়, সুমন সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। পরে মঙ্গলবার দুপুরে তার লাশ বাড়ির পুকুরে ভেসে উঠে। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুমন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur